Sanowar Hossain


Funny Life

শালা যখনি ভেবেছি জীবনটাকে ঢেলে সাজাবো তখনি আল্লাহ্‌ একটা না একটা খারাপ সংবাদ আমার জন্য রেডি কইরাই রাখছেমানুষের কপালে সুখ আর দুঃখের দুইটা বাটন থাকে আমার ক্ষেত্রে মনে হয় সুখের বাটনটা যোগই করা হইনিযখন সময়টা উপভোগের তখন নিজেকে টিকে থাকার জন্য লড়াই করতে হয়, যখন সময় বেশী বেশী খাবার তখন ডায়েট করতে হয়, যখন সময় খেলে বেড়ানোর তখন হতে হয় আম্পায়ার, যখন সময় নিজে পড়ার তখন পড়াতে হয় অন্যকে, কিন্তু এত্ত কিছু করার পরও যদি ফলাফল দাঁড়ায় ০(শুণ্য) তাহলে মানুষের অবশিষ্ট আর কি থাকে? যদিও কষ্টের মাঝে থেকে থেকে সোয়ে গেছে তারপরও তো সুখ বলে কথাএকটুকু সুখের খোঁজে আর কতো ছুটে বেড়াব?কতোটুকু কষ্টের পর একটুকু সুখ মিলে জানা কি আছে কাওরোর? এমন একটা বাজে সকাল আর চাইনা...............

স্মৃতিময় ছিল দিনটি.........