Sanowar Hossain


একখণ্ড কালো ফিতার গায়ে একটিমাত্র আলপিন

তখন প্রাথমিক বিদ্যালয় জীবন প্রতি ১৪ই আগস্ট এরসাদুল্লাহ সাদি (তেনু) স্যারের থেকে ঘোষণা আসতো আগামী কাল ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পাঠদান বিরত থাকবে, ঘোষণা মাফিক যথারীতি পরবর্তী দিবসে সক্কালে গিয়ে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হতাম, সত্যি বলতে কি কালো ব্যাচের সাথে আলপিনের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা ছিল যদিও তখন বুঝতামনা সেই দিবসের মর্মকথা, গিয়ে দেখতাম অন্যদিন শুধু জাতীয় পতাকা উত্তোলন হতো আর সেদিন তার সাথে একটা কালো পতাকা যুক্ত হতোদিবস শেষে রাতে ঘুমোতে যাবার সময়ও আমার সাদা শার্টে ব্যাচটি গাঁথায় থাকতো ঘুমনোর আগেও ভালোভাবে দেখেনিতাম ব্যাচ থেকে পিনটা খুলেপড়েছে নাকি? যখন দেখেছি ব্যাচটা জথাস্থ আছে তখন ঘুমোতে গেছি। একবার সেই অবস্থাতেই শার্টটা গায়ে চাপিয়ে স্কুলে চলে গিয়েছিলাম দরজার পাশে দাঁড়িয়ে থাকা একরামুল স্যার ব্যাচ দেখে জিজ্ঞেস করেছিলেন কালো পড়েছিলে কেন? উত্তর দিতে পারিনি স্যারের মুখের দিকে তাকিয়ে চুপচাপ ক্লাশে চলে গিয়েছিলাম কিন্তু যেদিন ১৫ই আগস্টের পেছনের ইতিহাস জেনেছিলাম সেদিন মনে হয়েছিলো এই ইতিহাস না জানলেই বুঝি ভালো হতো- কেনোনা যেই লোকটি সোনার বাংলাকে স্বপ্ন দেখানো শুরু করলো তাকেই কিনা জীবন দিতে হলো সেই স্বপ্নের সোনার বাংলারই একদল বিপথগামী সেনার হাতে !! এমনকি বাদ গেলোনা সেই ছোট্ট রাসেলও!! যে কণ্ঠ শুনতে পেলেই গায়ের লোম দাঁড়িয়ে পড়ে, স্তব্ধ করে দেয়া হলো সেই কণ্ঠস্বর এইতো বাঙালি জাতি আমরা। বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা বেঁচে থাকবেন খাঁটি বাঙালির অন্তরে অন্তরে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটি যতোদিন থাকবে ততোদিন বাঙালি হৃদয়ে বঙ্গবন্ধুর নাম চিরভাস্বর হয়ে থাকবে। বাংলাদেশের মানুষের ভালোবাসায় বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয় হয়ে আছেন। আবার আসছে সেই শোকবহ ১৫ই আগস্ট বাঙ্গালীর কান্নার :'( উপযুক্ত দিন- কাঁদো বাঙালি কাঁদো, কান্নার ফলে যদি একটু শাপমোচন ঘটে 



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন