Sanowar Hossain


বালি'র জবানিকা পর্বঃ বালি রবে নীরবে

বালি আরম্ভের প্রাক্কালেই বলিয়াছিলাম ইহা নেহাত খেলার বসে লিখিয়া ফেলা এক ক্ষুদ্রাকার গল্পকথা কিন্তু একটুখানি বিস্তৃতভাবে চিন্তার প্রতিফলন ঘটাইলে বুঝিতে সক্ষম হইবেন প্রকৃতপক্ষেই কি ইহা নেহাত এক গল্প? বালি রচনার ক্রান্তিলগ্নে আসিয়া বলিয়া ফেলিতে পারিতাম ইহা প্রকৃতপক্ষেই গল্প তাহাতে হইতবা কেও কেও সাময়িক আনন্দ লাভ করিতে পারিত কিন্তু তাহাতে মোর অতিকায় এক মিথ্যার আশ্রয় গ্রহণ করা হইবে ফলে পুনঃরায় উচ্চারণ করিলাম ইহা মোর জীবনেরই গল্প মোর জীবন হইতেই নেয়া অনবদ্য সত্য এক কাহিনী, অনেকেই প্রশ্ন করিয়া বসিয়াছেন পর্বসমূহ কি আপনার দ্বারাই রচনা করা? সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করিয়াই তাহলে ক্ষ্যান্তলাভ করিব, আপনাদিগকে বলি রচনার ভাষা বঙ্কিমের চনাবলীর অবদান ঠিকই কিন্তু সমস্ত কাহিনী মোর ২০০৫ সালের প্রারম্ভ হইতে ২০০৮ সালের প্রারম্ভের মধ্যে ঘটিয়া যাওয়া গল্প বিশেষ বালি নামকরণটাও মোর একচ্ছত্র অবদান, এই বালি মোর জীবনের সহিত এতটাই ওতপ্রোতোভাবে জড়িত যে তাহা সমুদ্রতীরবর্তী বালির সহিত সমতুল্য  সমুদ্রতীরবর্তী বালির সহিত সমতুল্য এই কারণেই বলিলাম যে সমুদ্রতীর হইতে মেশিনদ্বারা সমস্ত বালি অপসারণ করিয়া ফেলিলেও যে অবশেষটুকুন অবশিষ্ট রহিয়া যাইবে তাহা বালির আস্তরণ, মোর দেহ হইতেও সমস্ত অংশবিশেষ অপসারণ করিয়া ফেলিলে যেটুকুন অবশিষ্ট থাকিবে তাহাও ওই বালি, সমুদ্রে গমন করিতে অক্ষম? উষ্ণ মরুভূমিতে গমন করিয়া থাকেন? সেথা গেলেও একই চিত্রের  প্রতিফলন ঘটিবে, সত্যি   
মানব জীবন অনেকটাই গদ্য, পদ্য এবং উপন্যাসের সমন্বয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র অধিকতর গল্প লইয়া জীবন গদ্যের ন্যায় আরম্ভ হইয়া থাকে মধ্যবর্তী সময়ে আসিয়া কখনওবা ছন্দপতন ঘটিয়া থাকে, সমাপ্তিলগ্নে আসিয়া গদ্য, পদ্য সমস্তকিছুই মিলিত হইয়া উপন্যাসের ন্যায় একখান রুপ ধারণ করিয়া থাকে যাহার চূড়ান্ত উদাহরণ হইল  মোর বালি স্মৃতিসমূহ কখনও একত্রে গুছাইয়া রচনা করিয়া ফেলা সম্ভবপর নহে কেননা সমস্ত স্মৃতি একত্রে মনমদ্ধে আসিয়া ভীড় জমাইবেনা জীবনে কখনও পূর্বের বসন্তও ফিরিয়া আসিবেনা বাসনা থাকিলেও বিভাষিকার কারণে প্রাণাধিক প্রিয় মানবীর নিকটেও পৌঁছনো সম্ভবপর নহে কেননা সে তো বেশ সাচ্ছন্দেই রহিয়াছে তাহাতে মোর অনুপ্রবেশ বড়ই বেমানান যাহার ফলে আপনারে গুটাইয়া লইয়াছি জীবনে কাওকে না কাওকে পাইয়া যাইব ঠিকই কিন্তু ইহাই মোদ্দা কথা নহে আপনি যাহাকে পাইয়াছেন তাহাকে জীবনের ক্রান্তিলগ্ন অব্দি পাওয়াটাই মোদ্দা কথা
প্রকৃতপক্ষে বর্তমানকালের সম্পর্কসমূহই সৃষ্টি হইতেছে মিথ্যার উপরে ভিত্তি করিয়া আর মিথ্যার দ্বারা তৈরিকৃত সম্পর্কসমূহ মিথ্যার দ্বারাই করুণ পরিসমাপ্তি বরণ লাভ করিয়া থাকে বর্তমান কালের যুগলদের অভ্যন্তরে এমন কেহ আছে বলিয়া মোর বিশ্বাস হইবেনা যাহাদের জীবনে বালির ন্যায় সুখস্মৃতি বিদ্যমান ইহা এই কারণেই বলিলাম যে এই চার বছরের ক্ষুদ্র জীবনে বালির সহিত মোর এতোটুকুও দ্বন্দ্ব হয়নাই

বালির বিবাহ হইয়া যাইবার পরবর্তীতে চার তৃতীয়াংশ স্মৃতি লইয়া তাহা অগ্নিতে নিক্ষেপ করত চিরতরে নিশ্চিহ্ন করিতে গিয়াছিলাম অবশেষে একখানা লেমেলেটিং সম্বলিত তাসবির ভস্মীভূত করিতে গিয়া ভস্মীভূত হইবার কালে আপনার অজান্তে হস্তে আসিয়া লাগিয়া গেল ফলাফল যাহা ঘটিল হস্তে তাৎক্ষণিক ফোস্কা লইয়া লইল গিয়েছিলাম স্মৃতিচিহ্ন নিঃশেষ করিতে কিন্তু স্মৃতি কি নিঃশেষ হইবার জিনিস? আরও অধিক হারে জাঁকিয়া বসিয়াছে যাহা অদ্যবধি মোর শরীরে বিদ্যমান আজ বহুকাল হইয়া গিয়াছে, বালি ছাড়িয়া গিয়াছে আপনারে নব্যরূপে সাজাইতে ইচ্ছের তরী লইয়া অচেনা সমুদ্রে প্রতিনিয়ত পাড়ি জমাইতেছি কেনই বা আপনারে বাস্তবিক চিন্তাধারা হইতে বিস্তর দূরত্বে রাখিয়াছি তাহা সম্পূর্ণটা মোর অজানা তবে মাঝেমাঝে মনে হয় হইত তাহাকে অধিক ভালোবাসি বলিয়াই, মনমধ্যে জমাইয়া রাখা আবেগগুলাকে বহুকাল পূর্বেই শ্বাসরোধ করিয়া হত্যা করিয়াছি তবুও তাহারা বারংবার পুনর্জীবিত হইয়া পড়ে আর ভেতর হইতে বালি টাইপের লেখা হুমড়ি খাইয়া অনাবৃত হইয়া পড়েজমিয়া থাকা অনুভূতি সমূহ সর্বদাই অদ্ভুত, তাহার চাইতে অধিক অদ্ভুত হইতেছে জমিয়া থাকা শেষ স্পন্দন যাহা বালির জবানিকার দ্বারা ঘটাইলাম প্রকৃতপক্ষে ইহা সমাপ্ত হইবার নহে কিছু দিবসের তরে থমকাইয়া যাইবে হইত, পুনরায় মণমধ্যে জাগিয়া উঠিবে নব নাম ধরিয়া দেহে যতদিন অব্দি প্রাণ রহিবে বালি রহিবে নীরবে..................পরিসমাপ্তি ঘটিল 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন