Sanowar Hossain


বালি ১০ম পর্বঃ আগামীকল্য বালির গায়ে হলুদ

ফলাফল বিপর্যয় ঘটিবার কারনে নিজের সমস্ত ইচ্ছে দমিত রাখিয়া গ্রামের কলেজেই এন্ট্রাস পড়িতে থাকিয়া গেলাম, প্রকৃতপক্ষে বলিতে গেলে উচ্চমাধ্যমিক পড়িবার কোন আকাঙ্ক্ষায় মোর রহিয়াছিলনা একান্ত বাধ্য হইয়াই পুনঃরায় আরম্ভ করিতে হইলমহাবিদ্যালয়ে গমন করিতাম ঠিকই কিন্তু তাহা বিদ্যা অর্জনের উদ্দেশ্যে বলিলে ভুল বলাই হইবেঅধিক সময় বন্ধু-বান্ধবের সহিত লাইব্রেরীতে অযথায় বসিয়া আড্ডাতে মগ্ন থাকিতাম অবশ্যই ইহার পশ্চাতেও একটা কারণ রহিয়াছেকারণটা এইরূপ যে আমি মহাবিদ্যালয়ে পদার্পণ করিলেও বালি কিন্তু তখন অব্দি মাধ্যমিকের গণ্ডিতেই আবদ্ধ রহিয়াছিল কিন্তু বিদ্যালয় আর মহাবিদ্যালয়ের ভবন সামান্য দূরত্বে অবস্থান করিবার দরুন পাঠশালার ক্লাশ ভগ্ন হইলেই পানি পানের ছুতো দ্বারা মহাবিদ্যালয়ের লাইব্রেরীতে গ্লাস লইতে আসিয়া উপস্থিত হইতমজার বিষয় হইল বালিরে লাইব্রেরীতে প্রবেশ করিতে দেখিলেই মোর সমস্ত বন্ধু-বান্ধব রুম হইতে প্রস্থান লাভ করিত যাহার ফলে অধিক সময় ধরিয়া খোশআমোদ করিবার বিস্তর সময় পাইয়া যাইতাম যাহার ফলে বেশ আনন্দেই কাটিতেছিল মহাবিদ্যালয়ের দিনগুলোমার্চ/০৮ হঠাৎ একটা সংবাদ পাইয়া  একদিবসে বালি পত্রমারফত ডাকিয়া পাঠাইল এবং উপযুক্ত স্থানে গিয়া বালির সহিত সাক্ষাৎ করিলাম লক্ষ্য করিয়া দেখিলাম বালির সমস্ত মুখমণ্ডল জুড়িয়া চিন্তার কৃষ্ণাকার এক রেখা চলাচল করিতেছে দেখিবা মাত্র ভীত হইলাম মোর ধারণাও সত্য হইল বালি যাহা বলিল তাহাতে মস্তকের উপরে আকাশ ভাঙ্গিয়া পড়িল কথা গুলা এইরূপ যে বালির বিবাহ স্থির হইয়া গিয়াছে ২৩ মার্চ ০৮, পাত্র সামরীক বাহিনীতে কর্মরতদ্রুত সমাপ্ত করিবার উদ্দেশ্যে কিছু কথা অব্যক্তই রাখিয়া দিলাম দেখিতে দেখিতে বালির গায়ে হলুদের ক্ষণ সম্মুখে আসিতেছে বালির গায়ে হলুদের পূর্বের দিবসে মোর গৃহের পাশে তাহার আত্মীয়ার গৃহে গ্রাম্য রীতিতে থুবরা খাইতে উপস্থিত হইলো এমতাবস্থায় জানালার ধারে গলির দিকে সম্মুখফিরিয়া বসিয়া রহিয়াছিলাম বালিরে দেখিলাম মোর জানালার দিকে সম্মুখ ফিরিয়া দাঁড়াইয়া পড়িল দৃষ্টি কতটা তুখোড় হইলে এতোদূর অব্দি নজর আসিয়া পরে তাহা মোর অজানা, মাতাকে ঝাড়ু হস্তে লইয়া গলি পরিষ্কার দেখিলাম বালি মাতারও নেত্রগোচর হইল এবং মাতা মোরে ডাক দিয়ে বলিলো হলুদ শাড়ী পরিধান করা একটা সুন্দরী রমণী দেখিয়া যাইতে যাহা শ্রবণ করিয়া রাগে মোর গা জ্বলিয়া যাইতে লাগিল মনে মনে বলিলাম মাতা মোর জীবনের আগামীকল্য বালির গায়ে হলুদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন