Sanowar Hossain


Critic of this Heartless Society

যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তাদেরকে কি বলা যায় বলুনতো ? আমি তাদেরকে সমালোচক বলবো কারণ তারা অনেক কিছুই জানেন অনেক কিছুই বুঝেন কিন্তু বোঝার পরও বোঝেনা সবকিছুকে একটা নোংরা জিনিসের সাথে জড়িয়ে ফেলেন যদি বলি নোংরা জিনিসটাই  অর্থ তাহলে বলে বসবেন আমিও সেই নোংরা জিনিসটার পেছনেই ছুটে চলেছি কিন্তু আমি চলি পেটের দ্বায়ে আর যারা এইটাকে পেশা বানিয়ে ফেলেছে? আজ আমাদের স্বপ্নগুলো তাদের কাছে জিম্মি তারা মুখে আমাদের যেটা করে সেটা ভালোবাসা না সেটা জিম্মিদারি আমরা এই সমাজের কিছু সমালোচকদের হাতে জিম্মি যাদের দ্বারা এক বিশেষ প্রকার জীব উপকৃত হয় আর একপ্রকার জীব সর্বস্ব হারায় আর যেটা হারায় সেটা আমাদের অমূল্য জিনিস তাদের কাছে যার এক চুল পরিমান মূল্য নাই? যারা পারে তাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সমালোচনা দিয়ে এই সমাজকে উপরে উঠাতে তারাই আজ সমাজকে টেনে নীচে নামাতে ব্যস্ত কিন্তু তারা একবারও ভাবছেনা সমাজকে নীচে নামাতে নামাতে আজ তারা নিজেরাই  নীচে নেমে পড়েছে  আমার কথাগুলো বিশ্বাস হয়না ? আপনাকে অন্ধ বলার অধিকার আমার নেই আমাকেই অবুঝ বলবো কারণ আমিইতো নিজেই বুঝিনা.............................. হাইরে সুশীল সমাজ

1 টি মন্তব্য: