আমার প্রিয় খাবারগুলোর মধ্যে পায়েস,দুধ পুরি আর পাটিসাপটাই প্রধান
আর এই খাবারগুলো
সাধারনত আমার আম্মাই বানিয়ে খাওয়ায় কিন্তু মজার কথা হলো গত ২দি আগে আমি বাসায়
ফোন দিলাম কিছু একটা খাবার যেন বানিয়ে পাঠানো হয় বাড়ি থেকে বলে পাঠাল ৪
তারিখে বাধনের হাতে পাঠাবে, হয়তো ভাবছেন তাহলে মজাটা কই? মজাটা হলো বাসায় ফোন
দেবার সময় এক ছোটভাই পাশ থেকে কথাগুলো শুনেছিলো আজ যখন সে বাড়ি থেকে আসছে
দেখি শালা হাতে ব্যাগ ভর্তি দুধ পুরি আর দুই লিটার বোতলের এক বোতল দুধ
আমিতো শালা পুরাই থ......... বনে গেলাম কি বলবো ভেবে পাইলামনা, এতগুলো পুরি যে
আমার পুরো পরিবারের একদিনের খাবার এর সমান .......... গল্পটারই বা
কিনাম দিবো?এটাই কি Real LoveStory? হতেপারে হয়তো...................Thank's Obai Mahmud.