Sanowar Hossain


ভুতুড়ে স্বপ্ন


আজকে উইকেন্ড বলে ভোর পাঁচটা পর্যন্ত মুভি দেখে ঘুমোতে গেলাম কিন্তু যখন ১০.২৯ বাজে তখন আশ্চর্য এক স্বপ্ন দেখে ঘুমটা ভেঙ্গে গেল। দেখলাম একটা মারাত্মক এক্সিডেন্ট করেছি প্রচুর ব্লিডিং হচ্ছে, হাসপাতালের বেডেই শুয়ে আছি মনে হলো। সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত যে সাত জনকে আট ব্যাগ ব্লাড দিয়েছি তারা সবাই এসেছে (যদিও সবাইকে চিনিনা, আর একজনকে দুই ব্যাগ দিয়েছিলাম) মনে হচ্ছে হাসপাতালের দরজার বাইরে আমার কয়েকজন বন্ধু খুব কান্নাকাটি করছে (আর কেউ কান্না করছেনা) যাদেরকে ব্লাড দিয়েছিলাম তারা আমাকে ব্লাড দেয়ার জন্য ছটপট করছে কিন্তু ডাক্তার বলছে ব্লাড লাগবেনা অথচ প্রচুর ব্লিডিং হচ্ছে। একসময় আমাকে চারপাশে বালি বেষ্টিত মরুভূমিতে রেখে দেয়া হলো, সবাইকে বলতে শুনছি আমাকে নাকি আইসিইউ তে নেয়া হলো তার চাইতেও বড় আশ্চর্যের বিষয় হলো স্বপ্ন স্মরণে আসার স্থায়িত্ব নাকি মাত্র ২০ সেকেন্ড অথচ দিব্যি সব ঘটনা জ্বলজ্বল করছে।

হয়ত দিনের শুরুতেই আমারও কৃষ্ণপক্ষ এসেছিল নাকি কৃষ্ণপক্ষ দেখেছি বলে এমন মনে হলো? মিলছেনা কিছুই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন