Sanowar Hossain


আমার জীবনটাই একটা মিরাক্কেল


১৪ ই ফেব্রুয়ারি স্পেশাল স্ট্যাটাস


কে জানে কে তুই , রাত দিন তোকেই শুনি, স্বপ্নে শুধু তোকেই ছুঁই, ফেসবুক থেকে বেরিয়ে যেদিন এই বুকে এলি থমকে গেছিলো অতীত, ব্যর্থ প্রেমের পিছুটান , থমকে গেছিলো ট্রাফিক সিগন্যালে বেজে ওঠা রবিঠাকুরের গান, থমকে গেছিলো আর অনেক কিছু কে জানে কে তুই,কে জানে কে তুই, কে জানে কে তুই, ছাড়লাম সব কালো...।। তোরি কারণে বন্য শহরটারে অন্য লাগে তোরি বারণে ,তোরি কারণে বোবা ডাইরি পেলো ভাষা,সে ভাষাতে তোকে ভাসাবোই কে জানে কে তুই, ............আর পিছু ডাকবোনা তোমাই বলবনা কেমন আছো শুধু এটুকুই জানি তুমি আজ রাজরানী হয়ে লিখেছ নতুন জীবনের কাহিনী, বেশ কয়েকটা বছর হয়েছে পার তুমি ছেড়েছো আমার এই হৃদয়ের সমুদ্র পার, তবুও এই সমুদ্রে ঢেও ওঠে নোনা জলে ঝাপটাই দুই চোখ ঝাপসা দেখে এই পুরোনো পৃথিবীকে আর অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভীড় করে আসে আমার ভাবনার রাতের আকাশে জানি এই রাতে তুমি তোমার প্রিয়জনের সাথে অনুভূতির দেশে

অফ টপিকঃ ১৪ ই ফেব্রুয়ারি যতই বিশ্ব ভালোবাসা দিবস হোকনা কেন ব্যর্থ প্রেমের জন্নে সেটা বেদনারই থাকবে সারা জীবন।

Moral of The Story:আমাদেরকে মারবেন না, আর মারবেনই বা কেন?? বসে বসে ভাবি পাগলা খাবি কি ঝাঁজে মরে যাবি ।


1 টি মন্তব্য:

  1. গল্প থেকে জীবন নয় বরং জীবন থেকেই গল্পের সৃষ্টি, তবে কখনো কখনো গল্প সত্যকেও হারিয়ে দেয়

    উত্তরমুছুন