Sanowar Hossain


ভালো আছি আমি সত্যিই খুব ভালো আছি আমি...........!!

অনেক সময় কষ্টের পাহাড় মাথায় রেখেও দাঁতে দাঁত চেপে বলতে হয় ভালো আছি.....!!
বুক ফাঁটা কান্না চেপে টলমল করা চোখ জোড়া নিয়ে বলতে হয়, চোখে কিছু একটা পড়েছে হয়ত......!!
এক পা এক পা করে এগিয়ে যাওয়া স্বপ্নগুলো স্বপ্নচূড়ায় এসে বাতাসে মিলিয়ে যেতে দেখেও বলতে হয় আমি স্বপ্ন দেখি.....!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন