Sanowar Hossain


L.M 10 The Legend of total Football




নিজে নিজে পণ করেছিলাম world cup চলাকালীন কোন status দিবনা আজ লড়াই শেষ আর্জেন্টিনা কে support করি স্বপ্ন জার্মান দের নিকট আবার খোয়া গেল যেই মানুষটি এতদূর নিয়ে এলো তাকে নিষ্প্রভ দেখা গেল অপেক্ষাটা আরও বাড়িয়ে দিলো কিন্তু সে যে একজন Legend যতবার তারে দেখি মায়া আরও জমাট বাঁধে Love you Leo, তবে আমি কখনও কনো Legend কে খালি হাতে বিদায় নিতে দেখিনি তুমিও খালিহাতে বিদায় নিবেনা (ইন্সা আল্লাহ্‌) ভয় হইত যতদিন না শচীন এর হাতে cup উঠেছিল, না ভয়টা কেটেছে শেষ world cup টা শচীন পেয়েছে ক্লোসা ও পেলো আমি মনে করি তুমি আরও ৪ বছর জ্বলো জ্বলো করে জ্বলতে থাকবে যেমনটা অনেক গুলা তারকার মাঝে শেষ অব্দি তো তুমিই জ্বলতেই ছিলে আবার নতুন মৌসুম শুরু হবে আবার তোমাই দেখার জনে্য রাত ২ টা পর্যন্ত জেগে থাকব আর বিশ্বাস নিয়ে থাকবো আবারও তুমি মঞ্চ কাঁপাতে আসবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন