Sanowar Hossain


মধ‍্যবিত্তদের দুশ্চিন্তা

বাঙালি মধ‍্যবিত্তের তো হাজারটা সমস্যা, হাজারো দুশ্চিন্তা। মধ‍্যবিত্ত পরিবারের একটি ছেলের শৈশব শেষ হতে না হতেই দুশ্চিন্তার অসংখ্য কাঁটা শরীরে বিধতে শুরু করে। দেখতে না দেখতেই এসএসসি পরীক্ষা সামনে এসে হাজির হয়, রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা, কলেজে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তা, গ্রাজুয়েশন নিয়ে দুশ্চিন্তা (এখন আবার পড়ালেখা করতে গেলে আগেই মনে প্রশ্ন জাগে চাকরি পাব তো? ) গ্রাজুয়েশন শেষ হলে চাকরি নামের সোনার হরিণের নাগাল পেতে দুশ্চিন্তার সীমা থাকে না। প্রতিযোগিতার ইদুর দৌড়ে সবকিছু বিক্রি করে চাকরিটা পেলে পাল্টে যায় দুশ্চিন্তার ধরন। ভালো সুন্দর (মনের দিক থেকে) , মনের মতো একজন জীবন সঙ্গী পাওয়া যাবে তো? এরপর বিয়ে করে সংসার পাতা গেল তারপর শুরু হলো নতুন দুশ্চিন্তার। সন্তানটা ভালোয় ভালোয় জন্ম নেবে তো? স্ত্রীকে হাসপাতালে নিতে হবে না তো? সিজার করাতে হবে না তো? সন্তান স্বাভাবিক ভাবেই জন্মালো। যেইনা মায়ের কোল ছাড়া হলো তাকে নিয়ে শুরু হলো দুশ্চিন্তা। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে তো? যদি বখাটেদের সাথে মিশে নষ্ট হয়ে যায়? যদি জঙ্গিদের সঙ্গে মিশে খুনি হয়ে যায়? যদি মাদকাসক্ত হয়ে যায়? সন্তানের প্রতি খেয়াল রেখে তাদের লেখাপড়া শেষ করিয়ে চাকরি বা ব‍্যবসায় ঢুকিয়ে মোটামুটি এবার দুশ্চিন্তাহীন জীবন। আসলে তাই কি ? এবার দুশ্চিন্তা হয় সন্তান আমার দেখাশোনা করবে তো? একটা মধ‍্যবিত্ত জীবনের দুশ্চিন্তা কখনও পিছু ছাড়েনা, আমরা যারা মধ‍্যবিত্ত তারা চাইলেও এ দুশ্চিন্তা এড়াতে পারবোনা। দুশ্চিন্তা মোটেও পিছু ছাড়ে না, ধরন পাল্টায় মাত্র। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন