Sanowar Hossain


বিশ্রী সত্য


অনেকদিন থেকে ব্লগ বা ফেসবুকে কিছু লেখা হয়না উপলক্ষও পাইনা বলা চলে তবে আজকে এক বড়ভাই রাস্তায় ধরে কথা বলছিল, অনেক কাছেরই ভাই বলা যায়, কথার মধ্যে হঠাৎ একটা প্রশ্ন করে বসলো যে আমার চোখের নিচে কালো দাগ পড়তেছে ক্যান??? মারাত্মক একটা প্রশ্ন পরীক্ষা নাই, রাত জাগার কারণও নাই তারপরও চোখের নিচে কালি ??? ভাইকে উত্তর দিতে পারিনি তবে বলতে পারতাম সবার জীবনে বলার মত একটা গল্প আছে, যারা প্রবল ঘৃণায় উচ্চারণ করে বলে ভালোবাসা মানিনা তার ঘৃণার পেছনের কারণটা দেখতে গেলে দেখবেন কিন্তু একটা বিশ্রী সত্য লুকিয়ে আছে,বিবেচনা করে দেখবেন আগুনের পেছনে বরফ শীতল কিছু সত্য আছে, কেউ সুখে চোখের নীচে কালির পাহাড়া জমায় না,ভালোবাসা অনেক অদ্ভুত রে ভাই কেউ সুখে রাত জাগেনা, কেউ সুখে পাথর হয় না সবারই কিছু ভুলে যাওয়ার মত গল্প থাকে, কিন্তু ভোলা হয়না! কারণ, সে সব গল্প ভুলতে নেই!!!! আর মণে আসার ক্ষণটা যে গভীররাতে শুরু হয় তখন রাতের নীরবতা কখন শেষ হবে তার ক্ষণ গণনা শুরু করে রাতের শেষ হয় যার মধুর ফলাফল চোখের নীচের কালি..................